লোকসভা নির্বাচন ২০২৪ বিজেপি তৃণমূল কংগ্রেস নরেন্দ্র মোদি মমতা ব্যানার্জি

ইডির হাতে গ্রেপ্তার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, মুখ্যমন্ত্রী বাড়ির সামনে জারি করা হয়েছে ১৪৪ ধারা

By EiKhabar Desk

Published on:

ED হাতে গ্রেপ্তার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আবগাড়ির দুর্নীতি মামলায় বৃহস্পতিবার রাতে দিল্লির বাড়ি থেকে গ্রেফতার হয়েছে মুখ্যমন্ত্রী অরবিন্দর কেজরিওয়াল কে। বৃহস্পতিবার সন্ধ্যা বেলা দিল্লির বাড়িতে পৌঁছায় ১২ জন ED আধিকারিক। কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ ও তল্লাশি শেষে গ্রেফতার করা হল তাকে।

আবগাড়ির দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নাম জড়ানোর পর থেকে ইডির তরফ থেকে ৯ বার সমন পাঠানো হয়েছিল। কিন্তু প্রতিবারই হাজিরা এড়িয়ে গিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। ইডির শেষ সমন অনুযায়ী বৃহস্পতিবার দিল্লির ED দপ্তরে হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু দিল্লির মুখ্যমন্ত্রী ED দফতরে হাজিরা এড়িয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। 

দিল্লি হাইকোর্টে আর্জি রাখেন, উনি ইডি দপ্তরে হাজিরা দিতে প্রস্তুত, তবে ED যদি ওনার বিরুদ্ধে কড়া পদক্ষেপ না নেওয়ার নিশ্চয়তা দেন তাহলে তিনি হাজিরা দেবেন। কিন্তু ওনার এই আর্জি দিল্লি হাইকোর্ট খারিজ করে দেন। আর এই দিল্লি হাইকোর্টের রায়ের পরেই  তৎপর হয়ে ওঠে ED. সূত্রের খবর, হাইকোর্টের এই নির্দেশের পরেই ১২ জনের ED আধিকারিক এর একটি দল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে পৌঁছায়। তারপর কয়েক ঘন্টা ধরে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করবার পর দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হয়।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এডির হাতে গ্রেপ্তার হওয়ার পর থেকেই আম আদমি পার্টির অনেক সমর্থক মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে এসে ধরনা দেয়া শুরু করে। ইডির এই গ্রেফতারের বিরুদ্ধে আম আদমি পার্টির হাজার হাজার কার্য কর্তা দিল্লি জুড়ে বিক্ষোভ প্রদর্শন শুরু করেছে। এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে দিল্লির ED দপ্তর ও মুখ্যমন্ত্রী বাসভবনের সামনে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

অরবিন্দ কেজরিওয়াল ইডির হাতে গ্রেপ্তার হলেও মুখ্যমন্ত্রী পদ থেকে এখনো পর্যন্ত ইস্তফা দেননি। দেশের ইতিহাসে অরবিন্দ কেজরিওয়াল প্রথম মুখ্যমন্ত্রী, যিনি মুখ্যমন্ত্রী পদে থাকাকালীন গ্রেপ্তার হলেন। কিছুদিন আগেই ঝাড়খন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন। উনি গ্রেপ্তার হওয়ার আগে মুখ্যমন্ত্রী পদ থেকে স্থাপন দিয়েছিলেন। কিন্তু দিল্লির মুখ্যমন্ত্রী ইডির হাতে গ্রেপ্তার হওয়ার আগে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেননি।

আম আদমি পার্টি দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছেন, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এর বিরুদ্ধে আবগাড়ি দুর্নীতি মামলায় কোন তথ্য প্রমাণ না থাকার সত্ত্বেও কেন ED বারবার তাকে তলব করছে। তারা এ অভিযোগ করেন, আসন্ন লোকসভা ভোটে বিজেপির হার নিশ্চিত জেনে তারা এই ধরনের কাজ করছেন।

মন্তব্য করুন