লোকসভা নির্বাচন ২০২৪ বিজেপি তৃণমূল কংগ্রেস নরেন্দ্র মোদি মমতা ব্যানার্জি

শুভেন্দু অধিকারী কে ভোট প্রচারে অংশগ্রহণ করতে না দেয়ায় আর্জি জানালেন শিখ সংগঠন

By EiKhabar Desk

Published on:

নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কে ভোটে প্রচার না করতে দেয়ার অনুরোধ জানালো এক শিখ সংগঠন. আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কে যেন ভোট প্রচারে অংশগ্রহণ করতে না দেয়া হয় এই নিয়ে আর্জি জানালেন গুরুদ্বার বড়া শিখ সংনামে একটি শিখ সংগঠন.

গত রবিবারেই এই শিখ সংগঠন দ্বারা লিখিতভাবে চিঠি দ্বারা নির্বাচন কমিশনকে জানানো হয় এই কথা. তাদের অভিযোগ পশ্চিমবঙ্গ সরকারের একজন কর্তব্যরত শিখ পুলিশ অফিসার কে খালিস্তানি বলে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী. তারই বক্তব্যের জন্য আসন্ন লোকসভা নির্বাচনে প্রচার করবার ওপর নিষেধাজ্ঞা জারি করবার আর্জি জানিয়েছেন এই শিখ সংগঠন.

গত 20 ফেব্রুয়ারি সন্দেশখালি তে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী. সন্দেশখালি তে যাবার আগে পুলিশি বাধার সম্মুখীন হয়েছিলেন তিনি। সন্দেশখালি তে প্রবেশ করবার আগেই ধামাখালিতে ব্যারিকেট করে আটকে দেয়া হয় বিরোধী দলনেতাকে. ওই সময় তার সঙ্গে ছিলেন বিজেপি নেতা শংকর ঘোষ, অগ্নিমিত্রা পাল সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব.

হাইকোর্টের পারমিশন থাকা সত্ত্বেও পুলিশি বাধার সম্মুখীন হওয়াতে বিজেপি নেতৃত্বের সাথে পুলিশের বাদানুবাদ শুরু হয়. অভিযোগ সেই সময়ই ওই ভিড়ের মধ্যে থেকে কর্তব্যরত এক শিখ পুলিশ অফিসার কে উদ্দেশ্য করে খালিস্তানি মন্তব্য উঠে আসে. আর এই ঘটনার পর থেকেই বিভিন্ন শিখ সংগঠনের তরফ থেকে প্রতিবাদ জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে বিজেপির উত্তর কলকাতার পার্টি অফিস ঘেরাও করে একটি শিখ সংগঠনের তরফ থেকে প্রতিবাদও জানানো হয়। এরপর এই শিখ সংগঠনটি রাজভবনে গিয়ে সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করে প্রতিবাদ জানিয়ে এসেছিলেন.

এই ঘটনার পর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি ছিল, এই ধরনের মন্তব্য তিনি করেননি. এছাড়া তার সঙ্গে উপস্থিত তার সঙ্গীরাও এ ধরনের মন্তব্য করেননি. শুভেন্দু অধিকারী বলেন, পাকিস্তান, খালিস্থান এসব আমাদের বলার দরকার নেই ওই অফিসার রূঢ় ব্যবহার করেছেন মুখ্যমন্ত্রীর কাছে নাম্বার বাড়ানোর জন্য. আমি বা আমার সঙ্গীরা কোন ধরনের ধর্মকে আক্রমণ করে কিছু বলিনি. আমরা গুরু নানক জিকে সম্মান করি, শিখ ধর্মেরও সম্মান করি.

বিরোধী দলনেতার এই প্রতিক্রিয়ার পরেও শিখ সংগঠন গুলির ক্ষোভ কমেনি. তাই তারা আসন্ন লোকসভা নির্বাচনে বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী কে প্রচার থেকে বিরত রাখবার জন্য নির্বাচন কমিশনে ভোট প্রচারে অংশগ্রহণ না করতে দেওয়ার আর্জি জানিয়েছেন.

মন্তব্য করুন