লোকসভা নির্বাচন ২০২৪ বিজেপি তৃণমূল কংগ্রেস নরেন্দ্র মোদি মমতা ব্যানার্জি

বহরমপুরের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানকে বহিরাগত বলে আক্রমণ করলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির

By EiKhabar Desk

Updated on:

আসন্ন ২০২৪ এর লোকসভা নির্বাচনে বহরমপুর থেকে তৃণমূলের প্রার্থী করা হয়েছে প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান কে। প্রার্থী ঘোষণা হবার ঘোষণা হওয়ার পর থেকেই বহরমপুর তৃণমূল কংগ্রেসের একাংশের মধ্যে অসন্তোষ দেখা গিয়েছিল। আজ একটি সংবাদ মাধ্যমের সাথে কথোপকথনে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান কে তৃণমূলের প্রার্থী করায় অসন্তোষ প্রকাশ করেন।

গত ১০ই মার্চ ২০২৪ ব্রিগেডের জনসভা থেকে তৃণমূল পশ্চিমবঙ্গের ৪২ টি লোকসভা কেন্দ্রে তাদের প্রার্থী ঘোষণা করে। এইজন্য সভা থেকেই বহরমপুরের প্রার্থী হিসেবে ইউসুফ পাঠানের নাম ঘোষণা করা হয়। এই ব্রিগেডের জন্য সভায় ক্রিকেটার ইউসুফ পাঠান নিজে উপস্থিত ছিলেন। এছাড়া এই জনসভায় অন্যান্য কেন্দ্রের তৃণমূল প্রার্থীরাও উপস্থিত ছিলেন।

বহরমপুর যেটাকে কংগ্রেসের গড় বলা হয়ে থাকে। এই বহরমপুর লোকসভা থেকেই কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী গত লোকসভা নির্বাচনে জয়লাভ করেছিলেন। তাই আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেসকে ভোটের টক্কর দিতে তৃণমূলের সেলিব্রেটিভ প্রার্থী, প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান কে করা হয়েছে।  ইউসুফ পাঠান কে প্রার্থী ঘোষণা করবার পর থেকেই বহরমপুরে তৃণমূল কংগ্রেসের একাংশের মধ্যে অসন্তোষ দেখা গিয়েছিল। আর আজ সেই অসন্তোষের বহিঃপ্রকাশ হল।

বাংলার একটি সংবাদমাধ্যমের সাথ কথোপকথনে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বলেন “আমার ব্যক্তিগত অভিজ্ঞতায়, অন্য কোন রাজ্য থেকে কোন খেলোয়াড় এনে বা কলকাতা থেকে গায়ক এনে অধীর চৌধুরীকে পরাস্ত করা যাবে না এটা এর আগেও প্রমাণিত।” ভরতপুরের তৃণমূল বিধায়কের এই মন্তব্যে তৃণমূল অনেকটাই অস্বস্তিতে পড়েছে। এই তৃণমূলের মুখেই বারবার বিজেপিকে বহিরাগত রাজনৈতিক দল বলে আক্রমণ করতে শোনা গিয়েছে। বর্তমানে সেই তৃণমূল এমন একজন ব্যক্তিকে বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করেছেন যিনি এই রাজ্যের নন।

তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের এই মন্তব্যের পর কংগ্রেসের তরফ থেকে প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায় একটি মিডিয়াতে বলেন, “আমরা তো চেয়েছিলাম মুখ্যমন্ত্রী বা তার ভাইপো বহরমপুর থেকে প্রার্থী হোক।” উনি এও বলেন “আসলে তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে। ওরা সেরকম যোগ্য লোক পাচ্ছে না, তাই ওরা দিচ্ছে না। আর মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেসকে দিদি বিশ্বাস করেন না তাই বাইরে থেকে ইমপোর্ট করতে হয়েছে। যতই ইমপোর্ট করুক ওখানে আমরা লক্ষাধিকের বেশি ভোটে জয়লাভ করব।”

এই ঘটনার পরিপ্রেক্ষিতে বোঝাই যাচ্ছে আসন্ন লোকসভা নির্বাচনে বহরমপুরে বহিরাগত প্রার্থী একটি বড় ইস্যু হতে চলেছে।

মন্তব্য করুন