লোকসভা নির্বাচন ২০২৪ বিজেপি তৃণমূল কংগ্রেস নরেন্দ্র মোদি মমতা ব্যানার্জি

Lok Sabha Election 2024: এক নজরে দেখে নিন পশ্চিমবঙ্গের 42 লোকসভা কেন্দ্রে নির্বাচনের সময়সূচি

By EiKhabar Desk

Updated on:

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঘোষণা করা হলো ২০২৪ এর লোকসভা ভোটে নির্ঘণ্ট। আজ শনিবার ঠিক দুপুর ৩টে নাগাদ দিল্লিতে একটি সাংবাদিক বৈঠক করে ঘোষণা করা হয় ২০২৪ লোকসভা ভোটের সময়সূচি। গত কালকেই ANI সূত্রে জানা গিয়েছিল, আজ অর্থাৎ ১৬ই মার্চ দুপুর তিনটা নাগাদ ২০২৪ লোকসভা ভোটের সময়সূচী ঘোষণা করা হবে।

মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের ঘোষণা অনুযায়ী সারা দেশ জুড়ে ৫৪৩ টি লোকসভা কেন্দ্রে ৭ দফায় ভোট গ্রহণ করা হবে। প্রথম দফায় ভোটগ্রহণ শুরু হবে ১৯ এপ্রিল ২০২৪ এবং শেষ দফার ভোটগ্রহণ হবে ১ জুন। ২০২৪ লোকসভা ভোটের ফল ঘোষণা হবে ৪ জুন ২০২৪.

পশ্চিমবঙ্গের ৪২ টি লোকসভা আসনে মোট ৭ দফায় ভোট গ্রহণ করা হবে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বিহার এবং উত্তরপ্রদেশে ৭ দফায় ভোট গ্রহণ হবে। পশ্চিমবঙ্গের এই ৪২ টি লোকসভা কেন্দ্রে কবে কোন দফায় ভোট গ্রহণ করা হবে তার একটি লিস্ট নিচে দেয়া হলো।

প্রথম দফায় ভোটগ্রহণ শুরু হবে  ১৯ এপ্রিল ২০২৪ থেকে। আর এই প্রথম দফায় পশ্চিমবঙ্গে ৪২ লোকসভা কেন্দ্রের মধ্যে ৩ টি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এই ৩ টি লোকসভা কেন্দ্র হল, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি।

দ্বিতীয় দফায় ভোটগ্রহণ শুরু হবে ২৬ এপ্রিল ২০২৪. আর এই দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গে ৪২ লোকসভা কেন্দ্রের মধ্যে ৩ টি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এই ৩ টি লোকসভা কেন্দ্র হল, রায়গঞ্জ, বালুরঘাট ও দার্জিলিং লোকসভা কেন্দ্র।

তৃতীয় দফায় ভোটগ্রহণ শুরু হবে ৭ মে ২০২৪. আর এই তৃতীয় দফায় পশ্চিমবঙ্গে ৪২ লোকসভা কেন্দ্রের মধ্যে ৪ টি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এই ৪ টি লোকসভা কেন্দ্র হল, মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ ও জঙ্গিপুর।

চতুর্থ দফায় ভোটগ্রহণ শুরু হবে ১৩ মে ২০২৪. আর এই চতুর্থ দফায় পশ্চিমবঙ্গে ৪২ লোকসভা কেন্দ্রের মধ্যে ৮ টি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এই ৮ টি লোকসভা কেন্দ্র হল, বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, পূর্ব বর্ধমান, বর্ধমান-দুর্গাপুর, বোলপুর, বীরভূম ও আসানসোল।

পঞ্চম দফায় ভোটগ্রহণ শুরু হবে ২০ মে ২০২৪. আর এই পঞ্চম দফায় পশ্চিমবঙ্গে ৪২ লোকসভা কেন্দ্রের মধ্যে ৭ টি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এই ৭ টি লোকসভা কেন্দ্র হল, শ্রীরামপুর, হুগলি, ব্যারাকপুর, বনগাঁ, হাওড়া, উলুবেড়িয়া ও আরামবাগ।

ষষ্ঠ দফায় ভোটগ্রহণ শুরু হবে ২৫ মে ২০২৪. আর এই ষষ্ঠ দফায় পশ্চিমবঙ্গে ৪২ লোকসভা কেন্দ্রের মধ্যে ৮ টি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এই ৮ টি লোকসভা কেন্দ্র হল, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, কাঁথি, তমলুক ও ঘাটাল।

সপ্তম দফায় ভোটগ্রহণ শুরু হবে ১ জুন ২০২৪. আর এই সপ্তম দফায় পশ্চিমবঙ্গে ৪২ লোকসভা কেন্দ্রের মধ্যে ৯ টি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এই ৯ টি লোকসভা কেন্দ্র হল, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, ডায়মন্ড হারবার, মথুরাপুর ও যাদবপুর।

পশ্চিমবঙ্গে ৪২ টি লোকসভা কেন্দ্রে ৭ দফায় ভোট হওয়ার প্রধান কারণ সন্ত্রাস। পশ্চিমবঙ্গ বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের তরফ থেকে বারবার রাজনৈতিক সন্ত্রাস ও ভোট লুঠ করা নিয়ে বারবার অভিযোগ করা হয়েছে। ভোটের সময় এই রাজনৈতিক সন্ত্রাস ঠেকাতে ও সুস্থভাবে নির্বাচন করাতে ৭ দফায় পশ্চিমবঙ্গে ভোট করানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। শুরু হবার আগেই রাজ্যে প্রায় ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চলে এসেছে। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী এই ২০২৪ লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে মোট ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো হবে।

মন্তব্য করুন